লিভারপুলকে চ্যাম্পিয়ন করার আহ্বান

0

ইংলিশ প্রিমিয়ার লিগই কেবল নয়, ইউরোপের সেরা সেরা লিগগুলো বন্ধ হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। কিন্তু এ লিগগুলোর ভবিষ্যৎ কি! এখনো পর্যন্ত কর্তৃপক্ষ আশা করছে, লিগ মাঠে গড়াবে। সংক্ষেপে হলেও একটা সমাধান করা সম্ভব হবে। কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময়ে এসেও লিগ মাঠে গড়ানো যাবে কি না বলা যাচ্ছে না। এ অবস্থায় মৌসুম শেষ করার আহ্বান করছেন ইংলিশ লিগের ফুটবলাররা। পাশাপাশি লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবিও জানাচ্ছেন তারা। আগেই ম্যানসিটি তারকা গুনডোগান এ সুর তুলেছেন। এবার তার সঙ্গে গলা মেলালেন ওয়াটফোর্ডের গ্রিক ডিফেন্ডার হোসে হোলব্যাস। তিনি বলেন, ‘আমার মতে, মৌসুমটা বাতিল করতে হবে। আর লিভারপুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত। এ মৌসুমে তারা অসাধারণ ফুটবল খেলেছে।’ লিভারপুল দীর্ঘ ৩০ বছর পর লিগ শিরোপা জয়ের এতটা কাছাকাছি পৌঁছেছে। দুইয়ে থাকা ম্যানসিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে আছে অলরেডরা। কিন্তু ফুটবলারদের দাবি, ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ কতটা মানবে বলা কঠিন। কেবল লিগের চ্যাম্পিয়ন ঠিক করাই তো নয়, রেলিগেশন তালিকায় কারা থাকবে, এটাও ঠিক করতে হবে লিগ কর্তৃপক্ষকে। সব মিলিয়ে করোনাভাইরাস বেশ বড় সংকটেই ঠেলে দিল ফুটবল লিগগুলোকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com