রাশিয়া ও কাতার বিশ্বকাপের জন্য ঘুষ নিয়েছিল ফিফা?

0

ঘুষের বিনিময়ে রাশিয়া ও কাতারকে বিশ্বকাপে স্বাগতিক করার পক্ষে ভোট দিয়েছিলেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার একাধিক নির্বাহী, এমন চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। 

দুর্নীতি তদন্তের অংশ হিসেবে উচ্চ পদস্থ ফুটবল কর্মকর্তাদের পাশাপাশি দু’জন প্রাক্তন ফক্স নিউজের কর্মচারীকেও অভিযুক্ত করা হয়েছে।নিউইয়র্কে দীর্ঘদিন ধরে চলমান ফুটবল গভর্নিং বডির বিরুদ্ধে দুর্নীতি তদন্তে এই নথি পেশ করে ফেডারেল প্রসিকিউটররা। নথিতে দাবি করা হয়, ফিফার নির্বাহী কমিটির বেশ কয়েকজন সাবেক সদস্যকে ভোট সংক্রান্ত ঘুষের প্রস্তাব দেওয়া হয় এবং তারা তা গ্রহণও করেছেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com