‘অনুসরণের জন্য নেইমার ভালো উদাহরণ নয়’

0

বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার। ফুটবলার হিসেবে নেইমার যে সেরা এ নিয়ে কোনো সন্দেহ নেই স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোজয়ী কোচ ভিসেস্তে দেল বস্কেরও। তবে উঠতি তরুণ ফুটবলারদের জন্য নেইমার অনুসরণীয় নয় বলে মনে করেন দেল বস্ক। মাঠে নেইমারের অতি অভিনয় পছন্দ নয় তাঁর।

সম্প্রতি একটি স্প্যানিশ ক্রীড়া দৈনিকের সাক্ষাৎকারে নেইমার প্রসঙ্গে জানতে চাওয়া হয় দেল বস্কের কাছে। জবাবে তিনি বলেন, ‘নেইমার অনুসরণের জন্য ভালো উদাহরণ নয়। রেকর্ড বিবেচনায় আমি বিশ্বাস করি সে চমৎকার একজন ফুটবলার। আমার করা শীর্ষ পাঁচ ফুটবলারের তালিকায় সে থাকবে। তবে মাঠে সে প্রতারণা এবং অভিনয় বেশি করে।’উল্লেখ্য, মূলত গত ফুটবল বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের চেয়েও ফাউলের কারণে বেশি আলোচনায় ছিলেন নেইমার। রাশিয়ায় কারো সঙ্গে ধাক্কা লাগলেই নিজ দায়িত্বে মাটিতে পড়ে যেতেন তিনি। শুধু তাই নয়, রেফারির সুবিধা নেওয়ার জন্য একটু বেশিই অভিনয় করে ফেলতেন। এ নিয়ে ব্রাজিলের সাবেকরাও বিরক্ত হয়ে পড়েন নেইমারের ওপর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com