ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ, ২৪ ঘণ্টায় ১৮৬
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৯৬৫ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।
এদিকে, ইতালি ও স্পেনের ইউরোপের দেশ গুলোর মধ্যে করোনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে ফ্রান্সের নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৮৬ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬০ জনে।সোমবার ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ নতুন করে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে জানায়, একদিনে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ। এছাড়া গত তিনদিনের তুলনায় দেশটিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। যদিও দেশটি এক সপ্তাহের বেশি সময় ধরে লকডাউন।