প্রথম কোনো মার্কিন সিনেটর করোনায় আক্রান্ত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন সিনেটর র্যান্ড পল। এই প্রথম কোনো মার্কিন সিনেটর করোনায় আক্রান্ত হলেন। জ্ঞাতসারে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শ ছাড়াই র্যান্ড পল আক্রান্ত হয়েছেন। কেনটাকি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর র্যান্ড পলের মুখপাত্র সের্জিও গোর স্থানীয় সময় রোববার এ খবর জানিয়েছেন।
সিনেটর র্যান্ড পলের মুখপাত্র বলেন, সিনেটর র্যান্ড পলের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। তিনি সুস্থ বোধ করছেন এবং কোয়ারান্টিনে আছেন। তার শরীরে কোনো লক্ষণ না থাকা সত্ত্বেও ব্যাপকভাবে সফর এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার কারণে করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন এবং তাতে এই ভাইরাস ধরা পড়ে।’ ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
গোর জানান, র্যান্ড পল জ্ঞাতসারে কোনো করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে যাননি। তিনি বলেন, র্যান্ড পল কোয়ারান্টিনের নির্ধারিত মেয়াদ শেষে সিনেট অধিবেশনে যোগ দেবেন।
এর আগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দুই সদস্য ম্যারিও দিয়াজ-ব্যালার্ট ও বেন ম্যাকঅ্যাডামস করোনা ভাইরাসে আক্রান্ত হন।
আমেরিকায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে, যাদের মধ্যে অন্তত ৪৬০ জন প্রাণ হারিয়েছেন।