দিশেহারা ইতালি, বেড়েই চলেছে মৃত্যু
করোনা : দিশেহারা ইতালি, বেড়েই চলেছে মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনেই ৬৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫ হাজার ৫৬০ জন।
করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্থানীয়দের পাশাপাাশি প্রবাসী বাংলাদেশিরাও আতঙ্কের মধ্যে রয়েছে। করোনার ভয়াবহতা ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে জরিমানা করা হচ্ছে। বাধ্যতামূলক কোয়ারেন্টিনেও পাঠানো হচ্ছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ইতালির রোমের পাশাপাশি মিলান, ভেনিসসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। ভয়াবহতা মোকাবিলায় দেশটির সরকার আরো কড়াকড়ি আরোপ করেছে।
এ পরিস্থিতিতে অতিরিক্ত খাবার মজুদ না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইতালি সরকার। দেশজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
এদিকে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ডোমিটার্সের তথ্যমতে রবিবার রাত পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১৪ হাজার ৪৪১ জন।