কানাডায় করোনায় একদিনে মৃতের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি!

0

কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একদিনে প্রায় ৪৬ শতাংশ ‍বৃদ্ধি পেয়েছে। সেখানে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৯ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৮ জনে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে তথ্য সংগ্রহকারী যুক্তরাষ্ট্রভিত্তিক হপকিনস ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

তথ্যে আরো প্রকাশ, এ ভাইরাসে ইউরোপে মৃত্যুর হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় স্পেন প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর পরিমাণ দাঁড়ালো ১ হাজার ৭০০’র বেশি।

ইউনিভার্সিটিটি জানিয়েছে, এ নিয়ে বিশ্বে ১৩ হাজারের বেশি মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫০০। আরোগ্য লাভ করেছে প্রায় ৯২ হাজার।

অটোয়া জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত ১৩ জনের মৃত্যু হলেও রোববার সকাল ৯টার মধ্যে সে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯-এ। আনুপাতিক হারে এ বৃদ্ধি ৪৬ শতাংশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com