করোনায় মৃত্যু : চীনকে ছাড়িয়ে গেল ইতালি

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপাদাপি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে বিশ্বের মোট ১৭৭টি দেশ এবং অঞ্চলে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ছুঁই ছুঁই। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৯৫৫। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইতালির। বৃহস্পতিবার করোনা সংক্রমণে মৃত্যুর নিরিখে চীনকে ছাপিয়ে গেছে ইউরোপের এই দেশটি।

গত বছরের শেষ দিকে চীন থেকে বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। ওই দেশে এই মারাত্মক ভাইরাসের আক্রমণের বলি হয়েছেন মোট ৩,২৪৫ জন। এর মধ্যে নতুন মাত্র ৮ জনের মৃত্যু হয়েছে। আর ইতালিতে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মোট ৪২৭ জনের। গত ২৪ ঘণ্টায় করোনার হানায় বিশ্বে মোট ১,০১২১ জনের মৃত্যু হয়েছে।

যদিও ইতালির থেকে চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। চীনে এখন পর্যন্ত ৮০,৯২৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৭০,৪২০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আর ৭,২৬৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে ২,২৭৪ জনের অবস্থা । উল্টা দিকে, ইতালিতে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪১,০৩৫। এর মধ্যে ৪,৪৪০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আর ৩৩,১৯০ জনের চিকিৎসা চলছে। এর মধ্যে ২,৪৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইতালিতে করোনাভাইরাসে মৃতের হারের এই ঊর্ধ্বগতির জন্য একাধিক কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ইতালিতে প্রবীণ ব্যক্তিদের সংখ্যা খুব বেশি। আর এই মারণ ভাইরাসে প্রবীণ ব্যক্তিরাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ইতালিতে মৃত ৮৭ শতাংশের বয়স ৭০ বছরের বেশি।

পাশাপাশি করোনাভাইরাসের বিস্তার রুখতে ইতালি সরকারের পদক্ষেপের মধ্যে নানা ত্রুটি রয়ে গেছে বলে অভিযোগ। বিশেষত, করোনা সংক্রমণ রুখতে চীনের সর্বাধিক প্রভাবিত এলাকাগুলোতে যেভাবে কঠোরভাবে লক-ডাউন করে দেয়া হয়েছিল ইতালি ক্ষেত্রে তাতে ঘাটতি ছিল বলে অভিযোগ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com