করোনা আতঙ্ক, ওয়াঘা সীমান্তও বন্ধ করল পাকিস্তান

0

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের জেরে বৃহস্পতিবার থেকে দু’সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সংযোগকারী ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ইরান ও আফগানিস্তান সীমান্ত আগেই বন্ধ করে দিয়েছে ইমরান প্রশাসন। ইতিমধ্যেই পাকিস্তানে করোনা ভাইরাসে ৩৪১ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড-১৯ যাতে ছড়িয়ে পড়তে না পারে,তার জন্যই দু’সপ্তাহের জন্য ওয়াধা সীমান্ত বন্ধ রাখা হচ্ছে।

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ এবং খাইবার পাখতুনওয়াতে নতুন করে যথাক্রমে ৪৫ ও ৩৪ জনের অসুস্থ হওয়ার খবর মিলেছে। সিন্ধু প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১১। এছাড়া পাঞ্জাব প্রদেশ, গিলগিট বাল্টিস্তান, ইসলামাবাদ ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৩, ১৫, ২ ও ১ জন। পাকিস্তানে এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে দু’জনের মৃত্যু হয়েছে। এই রোগের প্রকোপ কমাতে করাচিতে সব গির্জায় প্রার্থনা বন্ধ করে দেয়া হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com