ওমর আবদুল্লাহ ও মুফতি মেহবুবার মুক্তি মিলছে শিগগিরই!

0

শিগগিরই মুক্তি মিলছে দীর্ঘদিন ধরে গৃহবন্দি কাশ্মীরের তিনি নেতার। তাদের মুক্তি দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নবগঠিত ‘জম্মু-কাশ্মীর আপনি পার্টি’র নেতা আলতাফ বুখারির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

সংবাদমাধ্যমটি জানায়, রোববার অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন আলতাফ বুখারির দলের প্রতিনিধিরা। সেখানেই কাশ্মীরের দুই হাইভোল্টেজ নেতা ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ অনেক নেতার মুক্তির বিষয়ে কথা হয়। শিগগিরই তাদের মুক্তি দেয়া হবে বলে বুখারিকে আশ্বাস দেন অমিত শাহ। পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানায়, ‘রাজনৈতিক বন্দিদের নির্দিষ্ট সময়ে মুক্তি দেয়া হবে বলে বৈঠকে মন্তব্য করেছেন শাহ।’

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর রাজ্যজুড়ে বিক্ষোভে ফেটে পড়লে আটক করা হয় অঞ্চলটির তিন জনপ্রিয় নেতাসহ আরও অনেককে। তখন থেকে গৃহবন্দি হয়ে আছেন দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লাহ।

সম্প্রতি বন্দিদশা কাটিয়ে ফারুক আবদুল্লাহর মুক্তি মিলেছে। মুক্তি পরই তিনি ভারতের অন্যসব রাজ্যে বন্দি কাশ্মীরিদের ফেরাতে উপত্যকার সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

রোববার এক বিবৃতিতে ফারুক বলেছেন, ‘আমার অনুরোধ, বাইরের জেলে বন্দি কাশ্মীরিদের ফেরাতে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের কাছে আবেদন জানানো হোক। অন্তত মানবিকতার খাতিরে এখন তাদের জম্মু-কাশ্মীরের জেলে ফেরানো হোক।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com