হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন সুদানি প্রধানমন্ত্রী

0

পরিকল্পিত হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী খারতুমে তাকে লক্ষ্য করে হামলা হয়। আল-জাজিরা জানিয়েছে, রাজধানীতে তার গাড়িবহর লক্ষ্য করে সোমবার একটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে তিনি ও তার সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্পূর্ন অক্ষত আছেন। হামদকের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীকে দ্রুত নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে এক সুরক্ষিত স্থানে তিনি অবস্থান করছেন। খারতুম থেকে আল-জাজিরার সাংবাদিক হিবা মরগ্যান জানিয়েছেন, বিস্ফোরণটি প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করেই চালানো হয়। তিনি এসময় তার কার্যালয়ে যাচ্ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার পেছনে দায় স্বীকার করেনি। প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, সুদানের সর্বোচ্চ কর্মকর্তাদের ব্যবহৃত একটি গাড়ির জানালা ভেঙ্গে গেছে। অপর একটি গাড়ি বিস্ফোরণে দুমরে মুচরে গেছে। ব্যক্তিগত জীবনে একজন অর্থনীতিবিদ হামদক। গত বছরেরর আগস্ট মাসে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সুদানের অর্থনৈতিক সংকট সমাধান ও শান্তি স্থাপনই তার প্রথম লক্ষ্য বলে বেশ কয়েকবার জনসম্মুখে বলেছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com