সৌদি আরবের সাথে সংলাপে আপত্তি নেই : কাতার

0

সৌদি আরবের সাথে সংলাপে দোহার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি।

কোনো রকমের অগ্রগতি ছাড়াই গত জানুয়ারিতে সৌদি আরব ও কাতারের মধ্যকার আলোচনা বন্ধ হয়ে যায়। তবে কাতারি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, তার দেশ সব সময় আলোচনার দরজা খোলা রেখেছে। শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি বলেন, ‘আমরা সব সময় আশাবাদী থাকব। গত কয়েক মাসে কাতার ও সৌদি আরবের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাতে কোনো ভালো ফলাফল আসেনি। আলোচনার চ্যানেলগুলো স্থগিত করা হয়েছে। কিন্তু কাতার সব সময় স্পষ্ট করে বলে আসছে যে, আমরা সংলাপের জন্য আমাদের দরজা উন্মুক্ত রেখেছি। যদি সৌদি আরব আন্তর্জাতিক আইন মান্য করে এবং পরস্পরে সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় তাহলে আমরা তাদের সাথে আবারও আলোচনায় বসব।’

কাতারের এই শীর্ষ কূটনীতিক বলেন, তার দেশ সব সময় প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক এবং তাদের কল্যাণ চায়। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com