ঈদ ফেসিয়াল করুন ঘরে বসেই, পার্লারে নয়!

0

গ্রিন টি একটি অতিপরিচিত ভেষজ চা, যা মানুষ ওজন কমানোর জন্য পান করে থাকেন। তবে এটি ত্বকের যত্নের পণ্য তৈরিতেও ব্যবহৃত হয়। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার পরিবর্তে, ঈদে ঘরে বসেই আপনি গ্রিন টি দিয়ে ফেসিয়াল করতে পারেন। দেখে নিন কয়েকটি কার্যকরী উপায়। এ উপায়ে গ্রিন টি ফেসিয়াল রাসায়নিক মুক্ত হয় এবং ত্বকের কোনো ক্ষতি করে না। বরং একাধিক উপকার করে গ্রিন টি।

১. গ্রিন টি ও লেবু দিয়ে তৈরি করুন ফেসিয়াল। গ্রিন টি, এক চা চামচ লেবুর রস এবং গোলাপজল।

যেভাবে বানাবেন: গ্রিন টি ও লেবুর ফেসিয়াল করতে, এক কাপ গ্রিন টি তৈরি করুন। এরপর এতে এক চামচ গোলাপজল এবং লেবুর রস যোগ করুন। এই মিশ্রণটি আপনার সারা মুখে লাগান এবং আলতো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করুন।এ ফেসিয়ালটি তৈলাক্ত ত্বকের ব্যক্তিদের উপকার করবে এবং ব্রণও কমাবে।

২. গ্রিন টি ও অ্যালোভেরা দিয়ে তৈরি করুন ফেসিয়াল। গ্রিন টি, ২ চা চামচ অ্যালোভেরা জেল এবং এক চা চামচ শসার রস।

যেভাবে বানাবেন: অ্যালোভেরা জেল ও গ্রিন টি ব্যবহার করে ফেসিয়াল করতে গ্রিন টি তৈরি করুন। এবার এতে এক চামচ শসার রস এবং অ্যালোভেরা জেল দিন। এ মিশ্রণটি আপনার ত্বকে লাগান এবং আলতো করে ঘষুন। কিছুক্ষণ পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসিয়ালের সাহায্যে আপনি শুষ্ক ত্বক থেকে মুক্তি পাবেন এবং রোদের ট্যান কমবে।

৩. গ্রিন টি ও কলা দিয়ে তৈরি করুন ফেসিয়াল। সবুজ চা, একটি পাকা কলা এবং এক চা চামচ জলপাই তেল।

যেভাবে বানাবেন: কলা ও গ্রিন টি দিয়ে ফেসিয়াল করতে প্রথমে গ্রিন টি তৈরি করুন। এর পর এতে এক চামচ জলপাই তেল এবং চটকানো কলা যোগ করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে ঘষুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এ ফেসিয়ালটি শুষ্ক ত্বকের জন্য দুর্দান্ত এবং আর্দ্রতা প্রদান করবে।

৪. গ্রিন টি ও ভাতের গুঁড়ো দিয়ে তৈরি করুন ফেসিয়াল। গ্রিন টি, ২ চা চামচ চালের গুঁড়ো, মধু ও গরম পানি।

যেভাবে বানাবেন: এর জন্য এক কাপ গ্রিন টি তৈরি করে পাশে রেখে দিন। এবার একটি পাত্রে মধু ও চালের গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ধীরে ধীরে এতে গ্রিন টি যোগ করুন এবং মিশ্রণটি প্রস্তুত করুন। এটি আপনার মুখে লাগান এবং ঘষুন এবং কিছুক্ষণ পর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসিয়ালের মাধ্যমে বলিরেখা, দাগ এবং সূক্ষ্ম রেখা দূর হবে।

৫. গ্রিন টি ও দই দিয়ে তৈরি করুন ফেসিয়াল। গ্রিন টি, এক কাপ দই, হলুদ ও গরম জল।

যেভাবে বানাবেন: গ্রিন টি ও দই দিয়ে ফেসিয়াল করতে এক কাপ গ্রিন টি তৈরি করুন। এরপর, একটি পাত্রে গ্রিন টি এবং দই মিশিয়ে নিন।

এবার এতে আধা চা চামচ হলুদ গুঁড়ো যোগ করুন, ভালো করে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর, কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। এই ফেসিয়াল আপনার ত্বককে উজ্জ্বল করবে এবং অমসৃণ ত্বকের দাগ কমাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com