গাজায় ইসরাইলের সাম্প্রতিক হামলায় বাস্তুচ্যুত ১ লাখ ২৪ হাজার ফিলিস্তিনি
জাতিসঙ্ঘ জানিয়েছে, ইসরাইলের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ১ লাখ ২৪ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিডিএ এই তথ্য জানিয়েছে।
জাতিসঙ্ঘ ইসরাইলের অবরোধের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, যদি সরবরাহ প্রবেশের অনুমতি না দেয়া হয়, তবে দশ লাখ ফিলিস্তিনি খাদ্য প্যাকেজ ছাড়াই থাকবে।
ইউএনআরডব্লিডিএ আরো জানিয়েছে, চলমান অবরোধ মানবিক সঙ্কটকে আরো খারাপ করছে।’
সূত্র: মিডল ইস্ট মনিটর