শরীয়তপুরের ভেদরগঞ্জে বসতঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

0

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ইজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহিত মুক্তা বেগম ছয়গাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাড়ইজঙ্গল গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান গাজীর স্ত্রী। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, মঙ্গলবার ইফতারের পর মুক্তা বেগম ও তার স্বামী একসঙ্গে নামাজ পড়ে বিশ্রাম নেন। পরে রাত ৮ টার দিকে ঘরের দরজা খোলা রেখে বাড়ির গেট লক করে স্বামী আব্দুল মান্নান গাজী তারাবি নামাজ পড়তে মসজিদে চলে যান। রাত ৯ টার দিকে ফিরে এসে দেখেন দরজা বাহির থেকে লক করা। পরে দরজা খুলেই দেখতে পান গলা কাটা অবস্থায় তার স্ত্রীর রক্তাক্ত নিথর দেহ।

পরে খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com