ঋণনির্ভর বাজেট জনগণের ওপর নতুন করে দ্রব্যমূল্যের খড়গ চাপবে: ইসলামী আন্দোলন

0

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, ঋণনির্ভর বাজেট জনগণের ওপর নতুন করে দ্রব্যমূল্যের খড়্গ চাপবে। অতীতের অর্থনৈতিক সংকটের কারণ চিহ্নিত করে তা দূর করার কোনো দিকনির্দেশনা প্রস্তাবিত বাজেটে নেই। তাই দেশের অর্থনীতি সংকটের চক্রেই ঘুরপাক খেতে থাকবে।

রোববার (৯ জুন) বিকেলে পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইউনুছ বলেন, সরকারের দুর্নীতি, অপচয় ও লুণ্ঠনমূলক নীতির দায় জনগণের ওপর চাপিয়ে কর ও ভ্যাট বৃদ্ধির বাজেট জনজীবনে দুর্ভোগ বহুগুন বাড়াবে।

প্রস্তাবিত বাজেটকে সংকটের চক্রে ঘূর্ণমান দিশাহীন বাজেট বলে মনে করেন ইউনুছ আহমাদ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com