ভোলায় বরফকলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত
ভোলায় একটি বরফকলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয়জন।
শনিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর ৩ নম্বর ওয়ার্ডের মেঘনা নদীর তীর সংলগ্ন এলাকায় খোরশেদ আলমের বরফকলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সিদ্দিকা খাতুন। তিনি ভোলার দৌলতখান পৌর ৩ নম্বর ওয়ার্ডের আজিজুল ইসলাম হাদিজের স্ত্রী।
আহতরা হলেন একই এলাকার জাহানারা বেগম (৫০), পাপিয়া বেগম (২৮), হাসনুর বেগম (২০), ফাইজা (দুই মাস) ও ১০ মাস বয়সী শিশু হুমাইরা।
নিহত নারীর ছেলে মো. মফিজ ও আহত শিশুর মামা মঈন উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরফকলের গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এ ঘটনায় সাতজন আহত হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিকা খাতুন মারা যান। বাকি চারজন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।