ভোলায় ঘূর্ণিঝড় রিমালের প্রায় দুই সপ্তাহ পার হলেও শেষ হয়নি ভেঙে যাওয়া বাঁধ সংস্কার

0

ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় রিমালের প্রায় দুই সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত ভেঙে যাওয়া বাঁধ সংস্কার কাজ শেষ হয়নি। ফলে চরম ঝুঁকিতে রয়েছে হাজার হাজার বসতঘর, দোকান পাট ও ফসলি জমি। দ্রুত সংস্কার কাজ শেষের পাশাপাশি স্থায়ীভাবে শক্ত বাঁধ নির্মাণের দাবি মনপুরাবাসীর।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অতি জোয়ারের পানির স্রোতে ভোলার মনপুরা উপজেলার ৪টি ইউনিয়নের ১২টি পয়েন্টের নতুন ও পুরাতন ১৬৫ মিটার বাঁধ ভেঙে যায়। এতে মেঘনার পানিতে প্লাবিত হয় হাজার হাজার বসতঘর, দোকান পাট, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এদের মধ্যে রয়েছে হাজিরহাটের সোনার চর, দাশেরহাট মৎস্য ঘাট বাঁধ, উত্তর সাকুচিয়ার মাস্টার হাট, আলম বাজার, দক্ষিণ সাকুচিয়ার সিভিস সংলগ্ন বাঁধ, সিরাজগঞ্জ সংলগ্ন বাঁধ ও মনপুরার পুরাতন লঞ্চঘাটসহ ১২টি পয়েন্টে এ ভাঙনের সৃষ্টি হয়। এছাড়াও আশিংক ক্ষতিগ্রস্ত হয় আরও ৩ কিলোমিটার বাঁধ।

ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর থেকে বাঁধ সংস্কারের কাজ শুরু করলেও প্রায় ২ সপ্তাহ পরও এখনো সংস্কার কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এতে করে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com