বিএনপি-জামায়াত সরকারের আমলের ইন্টারনেটের দাম কমিয়ে সেবা দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

0

ইন্টারনেটের দাম সাশ্রয়ী করার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিএনপি-জামায়াত সরকারের আমলের ইন্টারনেটের দাম কেমন ছিল এবং বর্তমানে কমিয়ে কত টাকায় সেবা দেওয়া হচ্ছে, তা তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলের শেষে ২০০৮ সালের হিসাব অনুযায়ী- প্রতি এমবিপিএস ফিক্সড ইন্টারনেট ব্যান্ডউইডথের সর্বনিম্ন দাম ছিল ২৭ হাজার টাকা। বর্তমানে একই পরিমাণ ইন্টারনেটের দাম মাত্র ৬০ টাকা। গ্রামীণ জনপদে এর সুফল পৌঁছে দেওয়ার জন্য স্বল্পমূল্যে উচ্চগতির ইন্টারনেট ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com