স্টার্টআপরা হবে স্মার্ট বাংলাদেশ অর্জনের মূল চালিকাশক্তি: পলক

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন অর্জনে স্টার্টআপরা মূল চালিকাশক্তি হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আইসিটি বিভাগ থেকে আমরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি করে দিয়েছি। সেখান থেকে ৫০টি কোম্পানিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে আমরা ৫০টি ইউনিকর্ন প্রতিষ্ঠান উপহার দিতে পারবো। সেক্ষেত্রে স্টার্টআপরা হবে স্মার্ট বাংলাদেশ অর্জনের মূল চালিকাশক্তি।’

সোমবার (৩ জুন) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের সবচেয়ে বড় ডাটা সায়েন্স প্রতিযোগিতা ‘ডাটাথন-৩’ এর গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাটাকে খনিজসম্পদের সঙ্গে তুলনা করে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডাটা হলো খনিজসম্পদের মতো। এটার সঠিক ব্যবহার করতে হবে। কোনো দেশে যদি তেল-গ্যাসের খনি থাকে, আর তা যদি তোলার প্রযুক্তি না থাকে, তাহলে অমূল্য এ সম্পদের কোনো মূল্য থাকে না। তেমনই ডাটা অমূল্য সম্পদ। আমাদেরকে এ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের ডাটা, মোবাইল অপারেটরদের ডাটাগুলো যদি আমরা নিরাপদ করতে পারি, প্রসেসিং করতে পারি, তাহলে অসংখ্য নতুন স্টার্টআপ এবং বিজনেস প্রডাক্ট উপহার দেওয়া সম্ভব হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com