পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নদীভাঙন দেখা দিয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নদীভাঙন দেখা দিয়েছে। প্রবল স্রোতে গত দুই দিনে ওই গ্রামের অর্ধশতাধিক বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে আরও অর্ধশতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হতে পারে। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই গ্রামের হাজারো বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জে গেলো কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে হাওর ও নদীর পানি। পাহাড়ি ঢলে প্রবল স্রোতে শুক্রবার ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের বাঁধ ভেঙে বাহাদুরপুর গ্রামের রূপসা নদীর গার্ডওয়াল ধসে যায়। এতে ভাঙতে শুরু করে গ্রামের নদী তীরবর্তী বাড়িঘর। রাতেই নদীগর্ভে বিলীন হয়ে যায় অর্ধশতাধিক ঘরবাড়ি। ফলে এখন মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে কাঁদছেন ওই গ্রামের বাসিন্দারা।