পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ শহরের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন
পাহাড়ি ঢলের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিকেরও বেশি মানুষ।
সোমবার (৩ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা অংশের শক্তিয়ারখলার দূর্গাপুর এবং ১০০ মিটার সড়ক ডুবে যাওয়ায় এই পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গতরাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্রমাগত বাড়ছে সুনামগঞ্জের সকল নদনদীর পানি। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সড়ক ডুবে গেছে। এতে একদিকে যেমন তাহিরপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক পথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেমনি ওই সড়কে ছোট বড় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। বিকল্প পথ হিসেবে নৌকা দিয়ে বাড়তি ভাড়া দিয়ে জেলা শহরের আসছেন ওই এলাকার বাসিন্দারা। তবে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষের।