আইনের শাসন প্রতিষ্ঠা করে সমবায়কে অনন্য উচ্চতায় নিতে চাই: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করে সমবায়কে অনন্য উচ্চতায় নিতে চাই। পৃথিবীতে একদিন আপনি-আমি কেউ থাকবো না।
তবে এ সমবায় সেক্টরটি নিয়ে যদি কিছু করে যেতে পারি সেটাই সার্থকতা। তাই আপনারা সবাই মিলে এ মন্ত্রণালয়কে সহযোগিতা করুন।
শনিবার (১ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ে ‘বঙ্গবন্ধুর ভাবনায় সমবায়ভিত্তিক কৃষি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পের জায়গা সব দখলে নিতে হবে। সমবায় নিয়ে কীভাবে আদালতে দৌড়াদৌড়ি বন্ধ করা যায় সেটি আমরা করে দেখাতে চাই। আমরা সমবায় আইন সংস্কার করবো। যখন গণমানুষ থাকবে তখন আইনের শাসন প্রতিষ্ঠা খুবই জরুরি। আমরা রুট পরিবর্তন করে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমবায়কে অনন্য উচ্চতায় নিয়ে যাবো।
তিনি আরও বলেন, আগে আমরা দেশের প্রতিটি ওয়ার্ডে সমবায় চালু করতে চাই। এরপর আমরা প্রত্যেক গ্রামে সমবায়ভিত্তিক কার্যক্রম চালু করবো। আপনি-আমি আসেন চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা এক বছরের মধ্যে পরিবর্তন করে ফেলবো। শুধু সমবায় আন্দোলনই না। সবক্ষেত্রেই আমরা যেন একটা সীমাবদ্ধ সীমার মধ্যে থেকে আইনের কাঠামোর মধ্যে থেকে দেশটাকে যেন কিছু দেওয়ার চেষ্টা করি। তাহলে আর কোনো হা-হুতাশ থাকবে না।