আর কোনো রোহিঙ্গা কিংবা মিয়ানমারের নাগরিককে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আর কোনো রোহিঙ্গা কিংবা মিয়ানমারের অন্য নাগরিককে দেশে ঢুকতে দেওয়া হবে না। ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে তারা। তাদের নিয়ন্ত্রণে বিজিবি, এপিবিএন এবং সেনাবাহিনীও কাজ করছে।
তিনি বলেন, আমাদের মূল বিষয়টি হলো খুনখারাবি ও রক্তপাত বন্ধ করা। কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ৮টায় কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাফ নদী আর নাইক্ষ্যংছড়ি সীমান্ত অরক্ষিত হওয়ায় এসব পথে রোহিঙ্গারা এসেছে। নষ্ট, অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে।