কেএনএফের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মানববন্ধন

0

কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে সাধারণ বম জনগোষ্ঠী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের কারণে সাধারণ বম জনগোষ্ঠী এখন ভয়ে নিজ বাড়িঘর ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। কেএনএফ মানে বম নয়, বম মানেই কেএনএফ নয়। যারা অস্ত্রধারী যারা দেশবিরোধী তাদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাই।

রোববার (১৯ মে) বিকেলে বান্দরবান জেলা সদরের উজানী পাড়া ইসিসি কমপ্লেক্সের সামনে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির এবং অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের বিরুদ্ধে নিন্দা জানিয়ে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

এসময় হাতে ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন শত শত নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুসহ সাধারণ বম জনগোষ্ঠী।

বক্তারা বলেন, কেএনএফের কর্মকাণ্ডের কারণে সাধারণ বম জনগোষ্ঠী নানা হয়রানি শিকার হচ্ছে। কেএনএফের কারণে সাধারণ বম জনগোষ্ঠীও দোষী হচ্ছে। যেখানে সেখানে স্বাধীনভাবে চলাফেরা করা দূরের কথা, বাড়ি থেকে ভয়ে বের হতে পারছে না। সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কিংবা পরীক্ষা দিতে পর্যন্ত ভয়ে আতঙ্কে থাকছে।

তারা বলেন, বাড়ি ছেড়ে জঙ্গলে পালিয়ে থাকার কারণে নিজেদের চাষ করা ফসল-ফলমূল বাজারে নিয়ে যেতে পারছে না। তাই বাগানে পচে নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে বম জনগোষ্ঠীর অস্তিত্ব থাকবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com