দ্বিতীয় দফার ভোটের জন্য ময়দানে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা

0

ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরায়ও লোকসভার প্রথম ধাপের ভোট শেষ হয়েছে।

আগামী ২৬ এপ্রিল ত্রিপুরায় দ্বিতীয় ও শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে।

প্রথম দফার ভোট শেষ হতেই এখন দ্বিতীয় দফার ভোটের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা।

শনিবার (২০ এপ্রিল) উভয় দলের নেতারা একাধিক সভা করেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা প্রথম সভা করেন ঊনকোটি জেলার করমছড়া এলাকায়। এর পরের সভা করেন কৈলাসহরে। সভাগুলোতে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করছেন। তাই বিজেপিকে মানুষ বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। তাই রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত।

পাশাপাশি এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী ও সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ইন্ডিয়া জোট প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে উত্তর জেলার ধর্মনগরে সভা অনুষ্ঠিত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com