ইসরায়েলকে ফের ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

0

ইসরায়েলকে ফের ‘সর্বোচ্চ পর্যায়ের’ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে, তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। দোভাষীর মাধ্যমে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারে উচ্চারণ করেন।

আমির আবদুল্লাহিয়ান ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় আমরা সর্বোচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া দেখাবো।

শুক্রবার সকালে মার্কিন গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান তা অস্বীকার করে জানায়, ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা হয়েছে এবং সেগুলো ভূপাতিত করা হয়েছে।

ইসরায়েলের হামলার খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইরানের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com