রুশ সেনাবাহিনীর হামলায় তিন বেসামরিক লোক নিহত

0

ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের গুলিয়াইপোল গ্রামে রুশ সেনাবাহিনীর হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রবিবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর ইভান ফেডোরভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ফেডোরভ বলেছেন, দুই পুরুষ এবং এক মহিলা তাদের নিজের বাড়ির ধ্বংসস্তূপের নিচে মারা গেছেন। ওই বাড়িতে শেল হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী।

তিনি বলেন, স্ব-চালিত একাধিক রকেট লঞ্চার দিয়ে গ্রামটিতে গোলাবর্ষণ করেছে রাশিয়ার বাহিনী।

রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্টলাইনে রকেট, ড্রোন ও কামান দিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী।

ইউক্রেন যুদ্ধের ৭৭৪ তম দিন চলছে। এদিন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর হামলা চালিয়ে রাশিয়ার ১৭টি আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী।

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ার করেছিলেন যে, রাশিয়া দূরপাল্লার বোমা হামলা চালিয়ে গেলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যেতে পারে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com