অভিবাসন সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ভোট হতে পারে সুইজারল্যান্ডে

0

২০৫০ সালের আগে দেশের জনসংখ্যা যাতে এক কোটি ছাড়িয়ে না যায় সেজন্য অভিবাসন সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ভোট হতে পারে সুইজারল্যান্ডে। তবে ভোটের দিন-তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

সুইজারল্যান্ডের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের কোনও দাবি বা চাহিদার বিষয়টি ভোটের মাধ্যমে নিষ্পত্তি করার বিধান রয়েছে। যে ইস্যুতে দেশটির জনগণ পরিবর্তন বা সংশোধন চায়, সেই ইস্যুতে দেড় বছরের মধ্যে দেশটিতে বসবাসরত এক লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হয়।

দেশটির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল সুইস পিপলস পার্টি (এসভিপি) বুধবার বার্নের ফেডারেল চ্যান্সেলারিতে এক লাখ ১৪ হাজার ৬০০ স্বাক্ষর যুক্ত আবেদন জমা দিয়েছে। দলটি মাত্র ৯ মাসেই এসব স্বাক্ষর সংগ্রহ করেছে।

সুইজারল্যান্ডের সবচেয়ে বড় রাজনৈতিক দল এসপিভি জানিয়েছে, ‘‘গণ অভিবাসনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে… যা আমাদের ছোট দেশটির ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে।’’

এসপিভি বলছে, এমন উদ্যোগ নেওয়ার কারণ হলো আমাদের এবং শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের অনন্য ল্যান্ডস্কেপ, আমাদের উচ্চমানের জীবনযাত্রা, আমাদের সমৃদ্ধির গতি ধরে রাখাটা খুব জরুরি।

ফেডারেল চ্যান্সেলারিতে জমা দেওয়া স্বাক্ষরগুলো যাচাইয়ের পরই ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও দিন-তারিখ চূড়ান্ত করা হয়। সাধারণত এই কাজটি সম্পন্ন করতে কয়েক মাস থেকে বছরও লাগতে পারে।

২০২২ সালে সুইজারল্যান্ডের স্থায়ী জনসংখ্যা ছিল ৮৮ লাখ ২০ হাজার। ২০১৮ সালে দেশটির জনসংখ্যা ছিল ৮৫ লাখ ৪০ হাজার। দেশটির জনসংখ্যার এক চতুর্থাংশ বিদেশি।

এসপিভির আনা এই প্রস্তাবে বলা হয়েছে, ‘‘সুইজারল্যান্ডের স্থায়ী জনসংখ্যা ২০৫০ সালের আগে এক কোটির বেশি হওয়া উচিত নয়।’’

স্থায়ী জনসংখ্যার মধ্যে দেশটিতে বসবাসরত সুইস নাগরিক এবং অন্তত এক বছর বসবাসের অনুমতি থাকা কিংবা অন্তত ১২ মাস ধরে দেশটিতে বসবাস করছেন এমন বিদেশিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, যদি ২০৫০ সালের আগে দেশটির জনসংখ্যা ৯৫ লাখ ছাড়িয়ে যায়, তাহলে সরকার এবং পার্লামেন্ট আশ্রয় ও পারিবারিক পুনর্মিলন সংক্রান্ত ইস্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com