ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী অস্ত্র সরবরাহের নিশ্চয়তা দিতে হবে: জেনস স্টলটেনবার্গ

0

ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, জোটের সদস্যদের অবশ্যই ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী অস্ত্র সরবরাহের নিশ্চয়তা দিতে হবে। খবর আল জাজিরার।

জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার ব্রাসেলসে পাঁচ বছরের জন্য ১০০ বিলিয়ন ইউরোর একটি ফান্ডের প্রস্তাব নিয়ে আলোচনা করেন। আলোচনার আগে স্টলটেনবার্গ বলেন, কিয়েভের জন্য জরুরিভাবে অস্ত্র প্রয়োজন। সহায়তায় বিলম্ব হওয়ার পরিণতি যুদ্ধক্ষেত্রে রয়েছে, যেমনটা আমরা বলি।

তিনি বলেন, দীর্ঘ পথ চলার জন্য আমাদের অবশ্যই ইউক্রেনের জন্য নির্ভরযোগ্য এবং অনুমানযোগ্য নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে হবে। আমরা যেন স্বেচ্ছা-অবদানের ওপর কম এবং ন্যাটোর প্রতিশ্রুতির ওপর বেশি নির্ভর করি। স্বল্প-মেয়াদের বদলে কয়েক বছরের প্রতিশ্রুতি চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com