কেন রক্ত জমাট বাঁধে হার্টে ?

0

হার্ট বিশেষজ্ঞদের মতে, এই ক্লট বা দলা মতো অংশের ফলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। যার থেকে হার্টের ওই বিশেষ অংশে রক্ত পৌঁছায় না। রক্তের মধ্যে দিয়েই অক্সিজেন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়।

আর রক্তই না পৌঁছালে অক্সিজেন পৌঁছানোর পথও আটকে যায়। চিকিৎসকদের কথায়, এর ফলে হার্টের ওই নির্দিষ্ট অংশের পেশি কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ পেশির মৃত্যু ঘটে।

হার্টের সাধারণ রং কী?

হার্টের সাধারণ রং গাঢ় গোলাপি। তবে ক্লট ধরা পড়লে ওই অংশের রং বদলে যায়। গাঢ় গোলাপি রং বদলে হলদেটে হয়ে যায়।

এই রং বদলে যাওয়ার ঘটনা হার্ট অ্যাটাক হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটে। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের হার্টেই এমন হলদেটে ছোপ দেখা যায় বলে জানান চিকিৎসক।

কেন রক্ত জমাট বাঁধে হার্টে ?

চিকিৎসকদের মতে এর একাধিক কারণ থাকতে পারে। যেমন-

>> অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া
>> খারাপ ফ্যাট জাতীয় খাবার খাওয়া
>> শরীরচর্চা না করা
>> দীর্ঘদিন ধরে বিশ্রাম নেওয়া
>> গর্ভাবস্থা
>> জন্মনিরোধক ওষুধ ব্যবহার করা
>> ডায়াবেটিস
>> হার্ট ফেলিওর
>> জিনগত কারণ
>> ধূমপান ইত্যাদি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com