যুক্তরাজ্যের বেশিরভাগ ভোটার ইসরাইলে অস্ত্র রফতানির নিষেধাজ্ঞাকে সমর্থন করে

0

যুক্তরাজ্যের বেশিরভাগ ভোটার ইসরাইলে অস্ত্র রফতানির নিষেধাজ্ঞাকে সমর্থন করে বলে এক জরিপে জানা গেছে।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পোলিং ফার্ম ‘ইউগভ’ দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে- যুক্তরাজ্যের মোট ভোটারদের ৫৬ শতাংশ ইসরাইলে অস্ত্র পাঠানোর উপর নিষেধাজ্ঞার পক্ষে।

প্রতিবেদনে আরো বলা হয়, জরিপেও পাওয়া গেছে- ৫৯ শতাংশ ভোটার বলেছেন, ইসরাইল গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে।

জরিপেও আরো দেখা যায়, যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে- ৭১ শতাংশ লেবার ভোটার অস্ত্র রফতানি নিষেধাজ্ঞার পক্ষে, যেখানে লিবারেল ডেমোক্র্যাট ভোটারদের ৭০ শতাংশ একমত।

অন্যদিকে কনজারভেটিভ পার্টির ভোটারদের মধ্য ৩৮ শতাংশ নিষেধাজ্ঞাকে সমর্থন করে। সমর্থন করে না ৩৬ শতাংশ।

এদিকে, ইসরাইলি হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৭৫ হাজার ২৯৮ জন আহত হয়েছে।

হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৯ জন। তাদের কয়েক ডজন এখনো হামাসের হাতে বন্দী রয়েছে।
সূত্র : আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com