আইপিএল খেলতে বিসিবিকে চিঠি সাকিব-লিটনের
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হয়েছে শনিবার। প্রথম ওয়ানডেতে সফরকারীদের রেকর্ড ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
এবার তিন ফরম্যাটের সিরিজ খেলতে এসেছে আইরিশরা। সিলেটে তিন ওয়ানডের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
৩১ মার্চ চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এরপর ঢাকায় ফিরে ৪-৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের একমাত্র টেস্ট। তবে এ সময় শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরও। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট।
আইপিএলে এবার খেলার কথা রয়েছে তিন বাংলাদেশির। মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস ও সাকিব আল হাসান, লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ টেস্ট না খেলায় তেমন সমস্যা নেই। তবে সাদা পোশাকের অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন দাস অনাপত্তিপত্র চেয়েছেন।
এ নিয়ে শনিবার ক্রিকেট অপারেশন্স চেয়ানম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এটা নিয়ে এখনও আলাপ-আলোচনা হয়নি। তারা আমাদের কাছে চিঠি দিয়েছে। কিন্তু আমরা এখনও আলাপ-আলোচনা করিনি। ’