আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও আফগানিস্তান

0

সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের আগে প্রস্তুতির মোক্ষম সুযোগ লুফে নিলো আফগানিস্তান, পাকিস্তান ও আমিরাত। আগস্ট-সেপ্টেম্বরে এমিরেটস ক্রিকেট বোর্ড শারজায় এই তিন দলকে নিয়ে একটি সিরিজ আয়োজন করবে।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি আয়োজন করতো। সেই উইন্ডো ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রত্যেক দল রাউন্ড রবিন পর্বে একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল উঠবে ফাইনালে। সব ম্যাচ স্থানীয় সময় সাতটায় হবে। তিন দলের মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান (৮) সবার উপরে। তারপরে আফগানিস্তান (৯) ও আমিরাত (১৪)।

২৯ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজ। ফাইনাল এশিয়া কাপের পর্দা ওঠার একদিন আগে ৭ সেপ্টেম্বর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.