ওয়াশিংটন ডিসিতে ৫ ডিসেম্বর হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ড্র

0

ওয়াশিংটন ডিসিতে ৫ ডিসেম্বর হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ড্র। তারপরই ভক্ত-সমর্থকরা নিজ নিজ দেশের শিরোপা জয়ের সম্ভাব্য পথ কিছুটা বুঝতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যু জুড়ে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। দল ৩২ থেকে বেড়ে হয়েছে ৪৮টি এবং ম্যাচের সংখ্যা ৬৪ থেকে ১০৪ এ উঠেছে। টুর্নামেন্টের ছয়টি দল এখনো চূড়ান্ত হয়নি, উয়েফঅ প্লে অফ থেকে চারটি এবং বাকি দুটি দল টিকিট পাবে আন্তঃকনফেডারেশন প্লে অফ খেলে।

তবে বিশ্বকাপের ফেভারিট দলগুলোর জায়গা নিশ্চিত হয়ে গেছে আগেই। ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে আর্জেন্টিনাকে টানা দুটি বিশ্বকাপ জেতাতে চাইবেন লিওনেল মেসি। ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স ও বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদের।

ইংল্যান্ড ও ব্রাজিল থমাস টুখেল ও কার্লো আনচেলত্তির ওপর ভর করে আশাবাদী হয়ে উঠেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকেও ফেলে দেওয়া যায় না। স্বাগতিকরাও নিজেদের প্রমাণ করতে চাইবে। আর ম্যানসিটি গোলমেশিন আর্লিং হালান্ডের নেতৃত্বে নরওয়েও চমক দেখাতে প্রস্তুত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.