দর্শকের লাল জামায় মনোযোগ হারালেন জাদেজা, এরপর যা হলো
লন্ডনের ওভালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পঞ্চম টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে ঘটল এক বিরল ঘটনা। ব্যাটিং করছিলেন রবীন্দ্র জাদেজা। এমন সময় একটি উজ্জ্বল লাল জামা পরে থাকা এক দর্শক তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিলেন। যার ফলে ব্যাটিং থেকেই সরে গিয়েছিলেন জাদেজা।
ঠিক তখন মাঠের নিরাপত্তাকর্মীরা এগিয়ে যান সেই দর্শকের কাছে। পরে সেই দর্শককে একটি ধূসর রঙের সারির জার্সি পরতে দেন নিরাপত্তাকর্মীরা। জামা বদলানোর পর জাদেজা তাকে ‘থাম্বস আপ’ দেখান এবং পরের বলেই জেমি ওভারটনের বাউন্সারকে চার মেরে দেন বাউন্ডারির বাইরে।
তবে এই ঘটনার পর ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার ব্যাট হাতে আরও ইতিহাস গড়েন। চলতি অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে তিনি ছাড়িয়ে যান সাবেক ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষণের ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে করা ৪৭৪ রানের রেকর্ড। জাদেজার মোট রান এখন ৫১৬।
এই সিরিজে তিনি পেয়েছেন ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। যা ইংল্যান্ডে ভারতের কোনো ব্যাটসম্যানের এক সিরিজে সবচেয়ে বেশি। এই তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন ‘লিটল মাস্টার’ খ্যাত সুনীল গাভাস্কারকেও। গাভাস্কার ইংল্যান্ড সফরে একটি সিরিজে করেছিলেন পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
সেই সঙ্গে এক অনন্য কীর্তিও গড়েছেন জাদেজা। বিদেশের মাটিতে এক সিরিজে ছয় নম্বর কিংবা তার নিচে ব্যাট করে সবচেয়ে বেশি ফিফটি এখন তার। ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে এখন তিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেরি আলেকজান্ডার ও পাকিস্তানের ওয়াসিম রাজার পাশে।
জাদেজার ইনিংস থেমে যায় জশ টাংয়ের বলে। বল কাট করতে গিয়ে মোটা কানায় লেগে চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা হ্যারি ব্রুকের হাতে। আউট হয়ে ফেরার সময় জাদেজা রাগে স্টাম্পে ঘুষি মারার মতো ভঙ্গি করেন। তার ইনিংস থামে ৭৭ বলে ৫৩ রানে। শেষমেশ ভারত পায় ৩৭৩ রানের লিড, ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৭৪ রান।
এই সিরিজে এখন পর্যন্ত ভারতের তিন ব্যাটসম্যানের রান ৫০০-এর বেশি। অধিনায়ক শুভমান গিল করেছেন ৭৫৪ রান, গড় ৭৫.৪০। এরপর আছেন লোকেশ রাহুল, যার রান ৫৩২। এরপর তৃতীয় অবস্থানে জাদেজা।