দুনিয়া ও পরকালের সব পেরেশানি দূর করার দোয়া

0

আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনা সার্বভৌম সত্তা নেই। আমি তাঁরই ওপর ভরসা করি। আর তিনিই মহান আরশের অধিপতি। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন, যে বা যারা প্রতিদিন সকাল ও বিকেলে সাতবার আল্লাহর কাছে প্রার্থনা করেন; মহান আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া ও পরকালের সব পেরেশানি দূর করে দেন।

হাদিসে পাকে এসেছে, হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকেলে সাতবার বলেন-

حَسْبِىَ اللهُ لَا اِلَهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَ هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

উচ্চারণ: ‘হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।’

অর্থ: আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া কোনা সার্বভৌম সত্তা নেই। আমি তাঁরই উপর ভরসা করি। আর তিনিই মহান আরশের অধিপতি।

তার দুনিয়া ও পরকালের পেরেশানি সমাধানের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যান। (ইবনুস সুন্নি ৭১, বান্দার ডাকে আল্লাহর সাড়া ১৩৭)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় পেরেশানি মুক্ত থাকতে সকাল-সন্ধ্যা দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com