যে পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে মূল্যায়ন করতে হবে তাহলো-

0

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি সময় বা মুহূর্তকে পাঁচটি অবস্থার আগে মূল্যায়ন করতে বলেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। এই পাঁচটি সময় কী?

যে পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে  মূল্যায়ন করতে হবে তাহলো-

১. বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মর্যাদা দিতে হবে।

২. রোগে আক্রান্ত হওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দিতে হবে।

৩. কর্মব্যস্ততার আগে অবসরকে মর্যাদা দিতে হবে।

৪. মৃত্যু আসার জীবনকে মর্যাদা দিতে হবে।

৫. দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে মর্যাদা দিতে হবে।

হজরত মাইমুন বিন মাহরান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

إغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ ، شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ وَفِرَاغَكَ قَبْلَ شُغْلِكَ وَحَيَاتَك قَبْلَ مَوْتِكَ

‘পাঁচটি বিষয়কে পাঁচ বিষয়ের আগে গনিমত মনে কর। ১. বার্ধক্যের আগে যৌবনকালকে। ২. অসুস্থ্যতার আগে সুস্থতাকে। ৩. ব্যস্ততার আগে অবসর সময়কে। ৪. দারিদ্র্যের আগে সম্পদশালীতাকে। ৫. মৃত্যুর আগে হায়াতকে। (তিরমিজি, মুসলিম, মুস্তাদরেকে হাকেম, বয়হাকি) এ হাদিসটি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত হয়েছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসটির উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com