বগুড়া-৪ উপনির্বাচন: ১৪ দলের প্রার্থী চায় জাসদ, স্বতন্ত্র দাঁড়াবেন হিরো আলম

0

বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হেসেনের পদত্যাগের পর শূন্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের জোট ও মহাজোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দিতা শুরু হয়েছে।

কারণ বিএনপি ও জামায়াত প্রার্থীহীন নির্বাচনে ১৪ দল ও মহাজোটের প্রার্থী হলেই জয় অনেকটা নিশ্চিত। তাই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করতে নিজ নিজ দলের কমান্ডের কাছে জোর লবিং করছেন। নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক আগামী ১ ফেব্রুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কথা রয়েছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাসদ বগুড়া জেলা শাখার সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী হিসেবে জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী মোশারফ হোসেনের (ধানের শীষ) নিকট পরাজিত হন।

নির্বাচনে ঐক্যফ্রন্টের মোশারফ হোসেন এক লাখ ২৮ হাজার ৫৮৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম মহাজোটের রেজাউল করিম তানসেন পান ৮৬ হাজার ৪৮ ভোট। ভোটার তিন লাখ ১২ হাজার ৮১ জন। নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা ও কাহালু উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন গঠিত। আসনটিতে ২০১৮ সালে হিসেবে ভোটার সংখ্যা তিন লাখ আট হাজার ৬৪৪ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলায় এক লাখ ৩৯ হাজার ৪১০ জন ও কাহালু উপজেলায় এক লাখ ৬৯ হাজার ২৩৪ জন।

আসন্ন উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি, জেলা সভাপতি, সাবেক এমপি এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, জাতীয় পার্টির শাহীন মোস্তফা ফারুক, স্বতন্ত্র হিসেবে আশরাফুল আলম ওরফে হিরো আলম।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com