মুন্সিগঞ্জে বিএনপি আয়োজিত গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ

0

মুন্সিগঞ্জে বিএনপি আয়োজিত গণমিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রধান সড়কে উঠার আগেই শেষ হয়ে যায় মিছিলটি।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে জেলা বিএনপি। এসময় তারা গোসাইবাগ সড়ক থেকে মূল সড়কে উঠতে গেলেই পুলিশের বাধার মুখে পড়ে। ফলে সেখানেই মিছিলটি শেষ হয়ে যায়।

পরে পঞ্চসার ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পথসভা করেন নেতাকর্মীরা। এসময় বিপুল সংখ্যা আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল। দলীয় চেয়ারপার্সনের মুক্তি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী আহমদসহ সব রাজবন্দীদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সংসদ নির্বাচন তত্বাবধায়ন সরকারের অধীনেসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে নেতারা বক্তব্য রাখেন।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, পুলিশের বাধার কারণে আমাদের মিছিলটি মূল সড়কে হয়নি। পরে আমরা সেখানে প্রতিবাদ সভা করেছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com