লক্ষ্মীপুরে শ্লীলতাহানির প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

0

লক্ষ্মীপুরে স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় মাহমুদুল হাসান নামে এক নির্মাণশ্রমিককে রড ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। এসময় স্বামীকে বাঁচাতে এলে স্ত্রী শারমিন আক্তারকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।

হাসানের ছোট ভাই ফিরোজ আলম ও আরিফ হোসেন ঘটান এ ঘটনা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী হাসান ও শারমিন। বুধবার (২৬ অক্টোবর) সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের এমদাদ উল্যা পন্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত মধ্যরাতে ফিরোজ ও আরিফ কয়েকটি মুরগি চুরি করে আনেন। চুরির ঘটনায় শারমিন তাদের তিরস্কার করেন। এর জেরে পরদিন ভোরে ঘর থেকে বের হলে তারা শারমিনের শ্লীলতাহানির চেষ্টা করেন। শারমিনের স্বামী হাসান সেসময় মসজিদে নামাজে ছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরলে হাসানকে তিনি ঘটনাটি জানান। ফিরোজ ও আরিফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা হাসানের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে লোহার রড ও লাঠি দিয়ে তারা হাসানকে পিটিয়ে আহত করেন। এতে তার মাথা ফেটে যায়। স্বামীকে বাঁচাতে এসে দুই দেবরের হাতে পিটুনির শিকার হন শারমিনও।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com