খারাপ কামনা-বাসনা এবং মন্দ চরিত্র থেকে বাঁচতে যে দোয়া পড়বেন-

0

খারাপ কামনা-বাসনা ও মন্দ চরিত্র মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহর রহমত ছাড়া এসব থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। মন্দ কামনা-বাসনা ছেড়ে একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য আল্লাহর কাছে ধরনা দেওয়ার বিকল্প নেই। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খারাপ কামনা-বাসনা এবং মন্দ চরিত্র থেকে  থাকতে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে বলেছেন-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির তথা মন্দ কামনা-বাসনার অনিষ্টতা এবং বাজে অসুস্থতা ও নতুন সৃষ্ট রোগ বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি, রিয়াদুস সালেহিন)

উৎস : হজরত যিয়াদ বিন ইলাকা রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচা কুতবা বিন মালিক থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শব্দাবলীসহ দোয়া করতেন।

আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়ায় খারাপ কামনা-বাসনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com