বিপদের দিনে পাশে থাকার জন্য মোদিকে ধন্যবাদ বিক্রমসিংহের

0

বিপদের দিনে পাশে থাকার জন্য ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। জানালেন, গত এক দশকে এমন দিন দেখেনি শ্রীলঙ্কা। এই দুঃসময়ে ভারতের পাঠানো আর্থিক সাহায্য শ্বাসবায়ু জুগিয়েছে তার দেশকে।

সাত দিন স্থগিত থাকার পর পার্লামেন্টের অধিবেশন বসেছিল আজ। সেখানেই এই কথা বলেন বিক্রমসিংহে। তিনি বলেন, ‘আমাদের দেশের অর্থনীতিকে কিছুটা চাঙ্গা করতে পড়শি দেশ ভারত যে ভাবে সহযোগিতা করেছে, তা আমি বিশেষ ভাবে উল্লেখ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার আমাদের অক্সিজেন দিয়েছে। আমার পক্ষ থেকে ও আমার দেশের মানুষের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা রইল। ভারতের মানুষের প্রতি শ্রদ্ধা রইল।’

সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পথ তাদের খুঁজতে হবে বলে জানিয়ে বিক্রমসিংহে বলেন, ‘ভারতের সাথে যৌথ উদ্যোগে যখন তেল ট্যাঙ্ক কমপ্লেক্স তৈরি করার চেষ্টা করেছিলাম, তখন বলা হয়েছিল, এতে আমরা ভারতের কাছে বিকিয়ে যাব। ওই প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যায়। কিন্তু সেটা যদি হত, তা হলে আজ দেশজুড়ে জ্বালানির জন্য এই হাহাকার পড়ত না।’

তিনি জানান, হিংসা বরদাস্ত করা হবে না। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com