ইউরোপে ১০ শতাংশের বেশি ক্যান্সারের জন্য দায়ী দূষণ

0

ইউরোপে ১০ শতাংশেরও বেশি ক্যান্সারের জন্য দায়ী দূষণ। ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি মঙ্গলবার এক রিপোর্টে এ কথা জানিয়েছে।

এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, এই রোগের বেশিরভাগই প্রতিরোধযোগ্য। ‘বায়ু দূষণ, কার্সিনোজেনিক (ক্যান্সার সৃষ্টিকারী) রাসায়নিক, রেডন (রাসায়নিক উপাদান), ইউভি (আল্ট্রাভায়োলেট) এক্সপোজার বিকিরণ এবং একসাথে একজনের ধুমপান থেকে অন্যের শ্বাসতস্ত্রে ধোঁয়া গ্রহণ ইউরোপে ১০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী।’

তবে ইইএ বিশেষজ্ঞ জেরার্ডো সানচেজ বলেছেন, ‘সমস্ত পরিবেশগত এবং পেশাগত ক্যান্সারের ঝুঁকি কমানো যায়।’

ক্যান্সার ও পরিবেশের মধ্যে এই সংযোগ নিয়ে এজেন্সির রিপোর্ট প্রকাশের আগে গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিকিরণ বা রাসায়নিক কার্সিনোজোনের কারণে পরিবেশগতভাবে একেবারেই নিম্ন পর্যায়ে কমিয়ে আনা যেতে পারে।’

ইউরোপিয়ান ইউনিয়নে প্রতি বছর ২.৭ মিলিয়ন লোক ক্যান্সারে আক্রান্ত হয় এবং ১.৩ মিলিয়ন লোক মারা যান। ইউরোপে প্রায় এক শতাংশ ক্যান্সারের কারণ বায়ু দূষণ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com