উৎসবমুখর পরিবেশে চলছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের ভোটগ্রহণ

0

উৎসবমুখর পরিবেশে চলছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির-২০২৫ নির্বাচনের ভোটগ্রহণ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে এ ভোটগ্রহণ শুরু হয়। মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য আধাঘণ্টা বিরতি বাদে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোটগ্রহণ কার্যক্রম শুরুর আগেই ক্র্যাব কার্যালয়ের সামনে আসতে থাকেন ভোটাররা। নির্ধারিত সময়েই অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ২৫ জন। এরমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- মির্জা মেহেদী তমাল, মাহবুব আলম লাবলু, আসাদুজ্জামান বিকু ও সরোয়ার আলম।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- উমর ফারুক আলহাদী ও মিজানুর রহমান (মাসুম মিজান)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- এম এম বাদশা ও এস এম নুরুজ্জামান।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- আবদুল লতিফ রানা ও নিয়াজ আহমেদ লাবু।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- খন্দকার হানিফ রাজা, সাইব বাবলু ও সাজ্জাদ মাহমুদ খান।

কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- শেখ কালিমউল্ল্যাহ ও মো. মাহমুদুল হাসান।

কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- ইমরান রহমান, জিয়া খান, মোহাম্মদ জাকারিয়া ও শহিদুল ইসলাম সাহেদ।

এছাড়া এবার দপ্তর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com