যুবরাজের সফরে তুরস্কে বন্ধ খাশোগি হত্যার বিচার

0

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তুরস্ক সফরে রিয়াদ-আঙ্কারার মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

এরই মধ্যে তুরস্কের একটি আদালত ঘোষণা করেছেন, তারা আর সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিচার করবেন না।

এর আগে ওই আদালত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করেছিল। খবর আরব নিউজের।

তুরস্কের গণমাধ্যমগুলো গত শুক্রবার এ খবর প্রকাশ করে। মিসর ও জর্ডান সফর শেষে গত ২২ জুন আঙ্কারা সফরে যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটিই ছিল তার প্রথম তুরস্ক সফর।

সৌদি সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের খ্যাতনামা কলাম লেখক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি ও তুরস্কের সম্পর্কে যে অবনতি হয়েছিল, তা স্বাভাবিক করার লক্ষ্যেই যুবরাজ মোহাম্মদের এ সফর।

বুধবার সন্ধ্যায় আঙ্কারায় প্রেসিডেন্ট ভবনে যুবরাজ মোহাম্মদের সঙ্গে বৈঠকে বসেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে বৈঠক শেষে প্রকাশ্যে কোনো বক্তব্য ও বিবৃতি দেননি তারা।

মূলত গত সপ্তাহের শুরুতে মিসর সফরের মধ্য দিয়ে সৌদি যুবরাজের রাষ্ট্রীয় এ সফর শুরু হয়। এর পর জর্ডানে যাত্রাবিরতি করেন তিনি।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়।

ফলে সৌদি-তুরস্ক সম্পর্ক তলানিতে ঠেকে। হত্যার জন্য সৌদি সরকারের শীর্ষ নেতৃত্বকে দোষারোপ করেন এরদোগান। তবে যুবরাজ অভিযোগ অস্বীকার করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com