বিদ্যুৎ-পানির সঙ্কট সমাধানের প্রত্যাশা

0

পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তান পিপল্‌স পার্টির একটি প্রতিনিধি দল। বিদ্যুৎ সংকটসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে।

পাকিস্তানের রাজনীতিতে গুরুত্বপূর্ণ সেই দু’নেতা হলেন সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সাইদ খুরশিদ শাহ।

শুক্রবার ডেইলি জং এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামাবাদে একটি প্রতিনিধি দলসহ মাওলানা ফজলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন তারা।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের বিদ্যুৎ সঙ্কট এবং সিন্ধু ও বেলুচিস্তানে পানি সরবরাহের সঙ্কট নিয়েও আলোচনা করেন তারা।

সরকার দ্রুত বিদ্যুৎ সঙ্কট কাটিয়ে উঠবে বলে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করেন এই তিন নেতা।

জোট সরকার শিগগিরই অমীমাংসিত সমস্যাগুলির সমাধান করবে বলে বৈঠক থেকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মাওলানা ফজলুর রহমান, ইউসুফ রাজা গিলানি এবং খুরশিদ শাহ।

সূত্র : ডেইলি জং

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com