শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন রণিল বিক্রমাসিংহে

0

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির ইউএনপি দলের নেতা রণিল বিক্রমাসিংহে। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার দল ইউএনপি’র বরাত দিয়ে এ খবর দিয়েছে ডেইলি মিরর।
এতে বলা হয়েছে, গত সন্ধ্যায় প্রেসিডেন্ট রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানেই সিদ্ধান্ত হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রণিল।

গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে পদত্যাগ করলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনিবার্য হয়ে যায়। তবে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে বিভক্ত হয়ে পড়ে রাজনৈতিক দলগুলো। সেই অচলাবস্থা ভাঙার চেষ্টা করেন প্রেসিডেন্ট গোটাবাইয়া। জানা গেছে, শপথ গ্রহণের পর কলোম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন রণিল বিক্রমাসিংহে। এরপর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com