নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রের পথে ইতালির প্রধানমন্ত্রী

0

গত বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

অবশ্য নির্বাচনে জিতলেও ট্রাম্প এখনও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি এবং আগামী বছরের ২০ জানুয়ারি তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। তবে এর আগেই যেন বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন রিপাবলিকান এই নেতা।

এর মধ্যেই নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে ছুটে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের সঙ্গে তার এই সাক্ষাৎ এমন এক সময়ে হতে চলেছে যখন ইতালির এই প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রনীতি নিয়ে পরীক্ষার মুখে পড়েছেন।

রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোরিডা যাচ্ছেন যেখানে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে শনিবার ইতালীয় মিডিয়া জানিয়েছে।

উভয় নেতার এই বৈঠকটি নিশ্চিত হলে তা হবে এমন এক সময়ে যখন নিয়মিত সাংবাদিকতা ভিসার অধীনে কাজ করার সময় গত ১৯ ডিসেম্বর ইরানে ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালাকে গ্রেপ্তারের পর পররাষ্ট্রনীতি নিয়ে পরীক্ষার সম্মুখীন হচ্ছেন মেলোনি।

রয়টার্স বলছে, ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ করার অভিযোগে মার্কিন পরোয়ানায় মিলানের মালপেনসা বিমানবন্দরে ইরানি ব্যবসায়ী মোহাম্মদ আবেদিনীকে গ্রেপ্তার করার তিন দিন পর সালাকে আটক করা হয়েছে। ওয়াশিংটন বলেছে, ২০২৩ সালের হামলায় জর্ডানে তিনজন মার্কিন সেনা সদস্যকে হত্যার ঘটনায় ড্রোনের যন্ত্রাংশ সরবরাহে দায়ী এই ইরানি ব্যবসায়ী। যদিও ইরান সেই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, “আমরা এমন বৈঠক নিয়ে আলোচনা করি না যা হতেও পারে বা নাও হতে পারে, তবে এটি কোনও আশ্চর্যের বিষয় নয় যে যুক্তরাষ্ট্রের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য ট্রাম্পের ঐতিহাসিক জয়ের পর বিশ্ব নেতারা তার সাথে যোগাযোগ করেছেন।”

প্রধানমন্ত্রী মেলোনির কার্যালয় অবশ্য ট্রাম্পের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করেনি। যদিও অনির্দিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, তিনি ট্রাম্পের সাথে দেখা করার পরিকল্পনা করছেন।

এর আগে গত শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আবেদিনীর আটকের বিষয়ে ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

অন্যদিকে ইতালিতে আটকের পর আবেদিনীকে কারাগারে বন্দি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুরোধ বিবেচনা করার সময় তাকে গৃহবন্দি রাখা হবে কিনা তা এই মাসের শেষের দিকে একটি আদালতের সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com