৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন রাবিপ্রবির শিক্ষার্থীরা

0

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুততম সময়ের মধ্যে ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বনরূপায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় এই সড়কে সকল যান চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন রাবিপ্রবির শিক্ষার্থী জসিম উদ্দিন, মীর মাহমুদুল হক, শাহবাজ, মেহেরিন নিগার রিমি।

শিক্ষার্থীরা বলেন, ‘গত ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করার পর এখন পর্যন্ত নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়নি। ফলে প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব কারণে সেশনজটে শিক্ষার্থীরা। তাই আগামী বুধবারের মধ্যে ভিসি নিয়োগের আশ্বাস না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’ এ সময় শিক্ষা উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন তারা।

আন্দোলন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও সাধারণ মানুষ।

পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থী মীর মাহমুদুল হক বলেন, ‘আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগ না হলে বৃহস্পতিবার আবারও রাঙামাটিতে সড়ক অবরোধ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের চেয়ারম্যান ও জরুরি প্রশাসনিক-আর্থিক ও অ্যাকাডেমিক কাজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি দরকার। আগের ভিসির পদত্যাগের পর থেকেই ভিসি না থাকায় আমি জরুরি প্রশাসনিক, আর্থিক ও অ্যাকাডেমিক দায়িত্ব পালন করে আসছি। কিন্তু প্রায় ছয় মাস ধরে ভিসি না থাকা একটি প্রতিষ্ঠানের জন্য বিরাট সমস্যা। আমরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও ভিসি নিয়োগের জন্য নানাভাবে যোগাযোগ করছি। শিক্ষার্থীদেরও এটা বলেছি। কিন্তু শিক্ষার্থীরা যে আজ বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে গিয়ে সড়ক আটকে দিয়েছে এটা আমরা তাদের করতে বারণ করেছিলাম। কিন্তু তারা জোর করে নিয়ে গেছে বাস। আমি জানিই না বিষয়টা। পরে আমাকে পরিবহন পুল থেকে জানানো হয়েছে। এটা ঠিক হয়নি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com